ঢাকাThursday , 19 May 2022
  • অন্যান্য

শীর্ষ কমান্ডারদের বরখাস্ত করেছেন পুতিন: যুক্তরাজ্য

admin
May 19, 2022 5:56 pm
Link Copied!

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধে সামরিক ব্যর্থতার কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কয়েকজন শীর্ষ কমান্ডারকে বরখাস্ত করেছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত গোয়েন্দা আপডেটে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিবিসির লাইভ প্রতিবেদন এই খবর জানিয়েছে।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চল দখল নিতে এবং রুশ যুদ্ধজাহাজ মস্কভা এপ্রিলে ডুবে যাওয়ার কারণে তাদের বরখাস্ত করা হয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম পর্যায়ে ‘খারাপ পারফরম্যান্সের’ জন্য কমান্ডারদের পদচ্যুত করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৪দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত ক্রমশ বেড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।