ঢাকাThursday , 2 October 2025
  • অন্যান্য

কালিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

 

এস কে অজিবর রহমান
সাতক্ষীরার,,,,,

কালিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এসময় আব্দুল মাজেদ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আব্দুল মাজেদ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের সুন্দর আলী তরফদারের ছেলে। বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেলে কৃষ্ণনগর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী হিসেবে অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। বর্তমানে গ্রেপ্তারকৃতকে কালিগঞ্জ থানার মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।