এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলবর্তী কৈখালী এলাকায় সীমান্তবাসীর জন্য সুপেয় পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কৈখালী এস.আর. মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে একটি সুপেয় পানি প্লান্ট উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শুধু পানি প্রকল্পই নয়, একই অনুষ্ঠানে বিজিবি কর্তৃক উপকূলবাসীর জন্য নানা ধরনের মানবিক সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে অসচ্ছল ৮০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান এবং স্থানীয় ১২০ জন রোগীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল টিম সারাদিন ধরে এ চিকিৎসাসেবা পরিচালনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিব। এসময় আরো উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নওফেল মাহমুদ, ব্রিগেডিয়ার সোহরাব হোসেন ভূঁইয়া, যশোর রিজিওনাল কমান্ডার মোঃ ইয়াসির জাহান হোসেন এবং খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, সীমান্ত অঞ্চলের মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো যোগ করেন, দেশের মানুষের সেবায় বিজিবি সর্বদা জনগণের পাশে থেকে কাজ করেছে এবং করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন ও কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সীমান্তবর্তী অবহেলিত উপকূলবাসী এ সেবা কার্যক্রম পেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
