এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশে এই প্রথমবার দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলীকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন। উনিশ শতকের শেষভাগে চিকিৎসায় ডিগ্রি অর্জনকারী দক্ষিণ এশিয়ার প্রথম বাঙালী নারী চিকিৎসক ডাঃ কাদম্বিনী গাঙ্গুলীকে নিয়ে লেখা “প্রথম বাঙালী মহিলা চিকিৎসক ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার দুপুরে ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলীর নিজবাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায় তাহার লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বইয়ের লেখক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান। গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির, মোঃ ইমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, ফরিদপুর সরকারি টিটিসি’র অধ্যক্ষ খুরশীদ সোলায়মান পলি।
উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথমবার দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলীকে নিয়ে বই লিখেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান। এরআগে ভারতে তাকে নিয়ে দুইটি বই লেখা হয়েছে।
