ঢাকাTuesday , 15 November 2022
  • অন্যান্য

হাতির তান্ডবে যুবকের মৃত্যু

admin
November 15, 2022 1:11 pm
Link Copied!

 

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দায় বন্য হাতির তান্ডবে এক যুবকের মৃত্যু হয়েছে।

জানাযায় নিহত যুবকের নাম নুরুল ইসলাম। তিনি কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্নাসী পড়ার মোঃ মফিজুল ইসলাম এর বড় ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে নুরুল ইসলাম ছিলেন পরিবারের বড় ছেলে।

পারিবারিক জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার দুই বছর বয়সী একজন পুত্র সন্তান রয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধা আনুমানিক ৯ঃ০০ ঘটিকা সময় বেতগড়া পাহাড় থেকে নেমে আসা বন্য হাতি তাড়াতে সাতজনের একটি দল যায় ঘটনাস্থলে। একপর্যায়ে হাতিটি আঘাত করতে উদ্ধত হলে দলের অন্য ছয়জন পালিয়ে যায় কিন্তু নুরুল ইসলামকে হাতি তার সুর দিয়ে মাথায় আগাত করে।এতে নুরুল ইসলাম মাটিতে পরে যায়।

তৎক্ষনাৎ এলাকাবাসী তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালে কর্তব্যরত ডাক্তার পরীক্ষানিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার্স ইনচার্জ আব্দুল আহাদ বলেন,দিনগত রাতে হঠাৎ ভারতের বেতগড়া থেকে কৃষকের ফসলের মাঠে নেমে আসে একদল বন্যহাতি।এসময় গ্রামবাসী হাতি তাড়াতে মাঠে নেমে আসে।পরে হাতি তাদেরকে আগাত করতে উদ্ধৃত হলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও নুরুলকে হাতি শুরে পেঁচিয়ে আঁছাড় দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।