ঢাকাTuesday , 15 November 2022
  • অন্যান্য

লেডি চালকের প্রাইভেটকারের চাপায় বকশিগঞ্জে এক বৃদ্ধার মৃত্যু

admin
November 15, 2022 1:04 pm
Link Copied!

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নারী চালকের প্রাইভেটকার চাপায় কুদ্দুস (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৭টায় পৌর এলাকার কামার পট্টি দুর্ঘটনাটি ঘটে।

নিহত কুদ্দুস গোয়ালগাঁও গ্রামের মৃত ইসমাইল শেকের পুত্র।

স্থানীয়রা জানান, প্রতি দিনের ন্যায় আজ সকাল ৭টার দিকে বাড়ির পাশে এক দোকানের সামনে বসে ছিলেন বৃদ্ধ কুদ্দুছ। এ সময় একজন নারী প্রাইভেটকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যান। এরপর স্থানীয়রা গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বকশীগঞ্জে হাইওয়ে থানার উপ পরিদর্শক চন্দন বর্মণ জানান, গাড়ী থানা হেফাজতে রয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।