ঢাকাTuesday , 15 November 2022
  • অন্যান্য

যশোর নোয়াপাড়া তালতলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় নারী নিহত।

Link Copied!

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

আজ সোমবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলা নোয়াপাড়া তালতলা নামক স্থানে যশোরের বেনাপোল থেকে খুলনাগামী বেতনা মেইল ট্রেনের ধাক্কায় নিলুফা ইয়াসমিন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার ক্যান্টনমেন্ট এলাকার আকবর আলীর স্ত্রী।

পুলিশ জানায় নিলুফা ইয়াসমিন খুলনা থেকে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক আত্বীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বেলা বারোটার দিকে তিনি নিজ বাড়ি যাওয়ার জন্য রওনা হন। এ সময় নওয়াপাড়া তালতলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহতের লাশ রেলওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।