ঢাকাSunday , 13 November 2022
  • অন্যান্য

“দেবহাটা পারুলিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক ফুটবল টুর্নামেন্ট-২০২২”এর শুভ উদ্বোধন এবং উদ্বোধনী খেলা অনুষ্ঠিত।

admin
November 13, 2022 1:19 pm
Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।

দেবহাটা থানাস্থ পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় পারুলিয়া ফুটবল মাঠে “৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট -২০২২” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বিশ্বে খেলাধুলার মাধ্যমে বিশেষতঃ ক্রিকেট খেলার মাধ্যমে পরিচিতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এমপি এঁর নেতৃত্বে উন্নয়নের রোড মডেল হিসেবে পরিচিত হয়েছে। তার নেতৃত্বে খেলাধুলাও আমরা অনেটকা অগ্রসর হয়েছি। খেলা ও খেলোয়াড়দের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। খেলাধুলায় বাংলাদেশ আজ সারা বিশ্বে অনন্য স্বাক্ষর রেখেছে। ফুটবল খেলাও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের নবীন তরুন যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশ গ্রহন করতে হবে। তাহলে যুব সমাজ মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্ত থাকতে সক্ষম হবে। এসময় তিনি জঙ্গিবাদ,জুয়া,ভূমিদস্যু,বাল্যবিবাহ সহ সকল ধরনের অপরাধের বিরূদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),জনাব আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা চেয়ারম্যান,দেবহাটা ও সভাপতি,দেবহাটা উপজেলা আওয়ামী লীগ, জনাব এস এম জামিল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল), জনাব মোঃ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক, দেবহাটা উপজেলা আওয়ামী লীগ,জনাব শেখ ওবায়দুল্লাহ,অফিসার ইনচার্জ, দেবহাটা থানা, জনাব মোঃগোলাম ফারুক বাবু, চেয়ারম্যান, পারুলিয়া ইউনিয়ন পরিষদ, সাতক্ষীরাসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ,বিভিন্ন স্থান থেকে আগত উপস্থিত দর্শকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।