ঢাকাWednesday , 18 May 2022
  • অন্যান্য

আগামীকাল ট্রফির লড়াইয়ে মু‌খোমু‌খি ধানুয়া কামালপুর ও বকশীগঞ্জ পৌরসভা

Link Copied!

জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি

জামালপু‌রের বকশীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭(বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় বিজয়ী হ‌য়ে‌ ফাইনা‌লে অবতীর্ণ হ‌য়ে‌ছে বকশীগঞ্জ পৌরসভা ও ধানুয়া কামালপুর ইউ‌পি একাদশ। গত মঙ্গলবার (১৭ই মে ২০২২) সকাল ১১:০০টায় বকশীগঞ্জ এন.এম. উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম সে‌মিফাইনা‌লে ধানুয়া কামালপুর ইউ‌নিয়ন একাদশ ও বকশ‌ীগঞ্জ সদর ইউ‌নিয়ন একাদ‌শের ম‌ধ্যে খেলায় তীব্র প্রতি‌দ্ব‌ন্দ্বিতায় নির্ধা‌রিত সময় গোল শূন‌্য শে‌ষে ট্রাই‌ ব্রেকা‌রে ধানুয়া কামালপুর ইউ‌নিয়ন একাদশ জয়লাভ ক‌রে ফাইনা‌লে উ‌ত্তীর্ণ হয়। দি‌নের দ্বিতীয় খেলায় বিকাল ৩:০০টায় বকশীগঞ্জ পৌরসভা একাদশ, মেরুর চর ইউ‌নিয়ন একাদ‌শের সা‌থে ২-০ ব‌্যবধা‌নে বিজয়ী হ‌য়ে ফাইনা‌লে উ‌ঠেছে। আগামীকাল বৃহস্প‌তিবার ( ১৯ মে ) বিকাল ৩:০০টায় একই মা‌ঠে ফাইনা‌লে মু‌খোমু‌খি হ‌বে বকশীগঞ্জ পৌরসভা একাদশ বনাম ধানুয়া কামালপুর ইউ‌নিয়ন একাদশ। ফাইনাল খেলা শে‌ষে বিজয়ী ও রানার্সআপ দ‌লের মা‌ঝে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থি‌ত থে‌কে পুরস্কার বিতরণ কর‌বেন জামালপুর -০১ আস‌নের সংসদ সদস‌্য,প‌রিকল্পনা মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি আবুল কালাম আজাদ। তাছাড়া বকশিগঞ্জ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বলে জানা-যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।