জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭(বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় বিজয়ী হয়ে ফাইনালে অবতীর্ণ হয়েছে বকশীগঞ্জ পৌরসভা ও ধানুয়া কামালপুর ইউপি একাদশ। গত মঙ্গলবার (১৭ই মে ২০২২) সকাল ১১:০০টায় বকশীগঞ্জ এন.এম. উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম সেমিফাইনালে ধানুয়া কামালপুর ইউনিয়ন একাদশ ও বকশীগঞ্জ সদর ইউনিয়ন একাদশের মধ্যে খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নির্ধারিত সময় গোল শূন্য শেষে ট্রাই ব্রেকারে ধানুয়া কামালপুর ইউনিয়ন একাদশ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। দিনের দ্বিতীয় খেলায় বিকাল ৩:০০টায় বকশীগঞ্জ পৌরসভা একাদশ, মেরুর চর ইউনিয়ন একাদশের সাথে ২-০ ব্যবধানে বিজয়ী হয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল বৃহস্পতিবার ( ১৯ মে ) বিকাল ৩:০০টায় একই মাঠে ফাইনালে মুখোমুখি হবে বকশীগঞ্জ পৌরসভা একাদশ বনাম ধানুয়া কামালপুর ইউনিয়ন একাদশ। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন জামালপুর -০১ আসনের সংসদ সদস্য,পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। তাছাড়া বকশিগঞ্জ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বলে জানা-যায়।
