রিফাত হোসেন(মেশকাত)আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাইয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে সাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিন এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত হওয়ায় তাদের তিনজনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার উলিপুর-বৈরাগীমোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তারা তিনজনই এইচএসসি পরীক্ষার্থী।
আহতরা হলো- উপজেলার বিয়ালা গ্রামের সুজাউল ইসলামের মেয়ে আরিফা ও আফজাল হোসেনের মেয়ে আঁখি আক্তার, হিমাইল গ্রামের আব্দুল মজিদের মেয়ে মুনিরা। তাদেরকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা কেন্দ্র থেকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়ে তিন শিক্ষার্থী ইজিবাইকে করে বাড়ির দিকে যাচ্ছিল। উলিপুর-বৈরাগীমোড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ইজিবাইক উল্টে তিন শিক্ষার্থী আহত হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কেটে-ছিঁড়ে গুরুতর জখম হয়েছে।
হাসপাতালে গিয়ে আহত পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন ও কলেজের অন্যান্য শিক্ষকরা।
কালাই থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
