ঢাকাThursday , 10 November 2022
  • অন্যান্য

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত ৩ কলেজ ছাত্রী।

admin
November 10, 2022 6:56 pm
Link Copied!

রিফাত হোসেন(মেশকাত)আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাটঃ

জয়পুরহাটের কালাইয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে সাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিন এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত হওয়ায় তাদের তিনজনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার উলিপুর-বৈরাগীমোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তারা তিনজনই এইচএসসি পরীক্ষার্থী।

আহতরা হলো- উপজেলার বিয়ালা গ্রামের সুজাউল ইসলামের মেয়ে আরিফা ও আফজাল হোসেনের মেয়ে আঁখি আক্তার, হিমাইল গ্রামের আব্দুল মজিদের মেয়ে মুনিরা। তাদেরকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা কেন্দ্র থেকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়ে তিন শিক্ষার্থী ইজিবাইকে করে বাড়ির দিকে যাচ্ছিল। উলিপুর-বৈরাগীমোড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ইজিবাইক উল্টে তিন শিক্ষার্থী আহত হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কেটে-ছিঁড়ে গুরুতর জখম হয়েছে।
হাসপাতালে গিয়ে আহত পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন ও কলেজের অন্যান্য শিক্ষকরা।

কালাই থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।