নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব-ফ্রন্ট,কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর আহবায়ক ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সঞ্জয় গুপ্তর নেতৃত্বে বরিশাল জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট, বরিশাল জেলা উত্তর জেলার অন্তর্গত বিভিন্ন থানার শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশেযোগ দান করেন ।এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সংগ্ৰামি সভাপতি জয়দেব রায় জয় , বরিশাল জেলা উত্তরের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের আহ্বায়ক দিপংকর ও সদস্য সচিব বাপ্পি পান্তে সহ আরো অনেকে।
জানা যায় কোন মাইনরিটি সংগঠন এই প্রথম কোন বড় ধরনের রাজনৈতিক দলের সমাবেশে যোগদান করেন।
