রিফাত হোসেন(মেশকাত) আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাটের আক্কেলপুর থেকে মসকিল লীগ নামে নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন রতন নামে এক ব্যক্তি। তার ইচ্ছে তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী। তবে তার রাজনৈতিক দলের নাম ও পোস্টারে ব্যবহার করা তার নিজের নামেই রয়েছে অসংখ্য রহস্য। উপজেলার রায়কালী ইউনিয়নের উপশিয়ালা ও চন্দনগাড়ী গ্রামের বাাসিন্দা তিনি।
ওই গ্রামের নবির উদ্দীন শাখিদার ও সাবেক ইউপি সদস্য মাহমুদা বিবির ছেলে ওবাইদুল ইসলাম রতন শাখিদার। তার রাজনৈতিক দলের নাম মসকিল লীগ ও প্রতীক ধানের আঁটি। ২০১৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মসকিল লীগের পক্ষ থেকে ছাপানো শুভেচ্ছা ও অভিনন্দন পোস্টারে তার নাম প্রকাশ করেছেন রাজ ইঞ্জিনিয়ার ডা. কক্স সাওদাগর সুলতান মুহম্মদ ওবাইদুল ইসলাম রতন রিতান রাতিন। তার রাজনৈতিক স্লোগান জয়দ্বীপ বাংলাদেশ, জয়দ্বীপ মসকিল লীগ।
গত ৭ আগস্ট বাংলাদেশ নির্বাচন কমিশনে মসকিল লীগ নামে নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
পরিবার, স্থানীয় ও উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, ওবাইদুল ইসলাম রতন শাখিদার পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। দীর্ঘদিন ধরে পেশাগত কাজে থাকেন রাজশাহীতে। মাঝেমধ্যে আসেন বাড়িতে। তার রাজনৈতিক দল সম্পর্কে অজানা তার নিজ এলাকাসহ আশপাশের গ্রাম ও উপজেলাবাসী।
পরিবার ও এলাকার অনেকেই জানিয়েছেন, তার মানসিক সমস্যা রয়েছে। পরিবারের পক্ষ থেকে তার মানসিক চিকিৎসাও করা হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি এবং ব্যক্তিগত জীবনে অবিবাহিত। তবে উপজেলার কোথাও খোঁজ মেলেনি তার দলীয় কার্যালয় বা কার্যক্রমের।
রাজনীতি করায় নামের প্রথমে ব্যবহার করেছেন রাজ, মোটরসাইকেল মেকানিকের কাজ করায় ইঞ্জিনিয়ার, মায়ের কাছ থেকে নেয়া ওষুধ বিক্রি করায় ডা., কক্সাবাজার ঘুরতে যাওয়ায় কক্স সওদাগর, হিন্দু সম্প্রদায়ের মন্দির থেকে সহায়তা পাওয়ায় রিতান রাতিন ব্যবহার করেছেন। অনেক কষ্ট ও ভালোবাসায় লালন-পালন করা তার বোনের মেয়ের নাম মসকিল। তার নামের সাথেই মিল রেখে দলের নাম দিয়েছেন মসকিল লীগ।
নামের সকল রহস্য উন্মোচন করে তার মা বলেন, আমার ছেলের মানসিক সমস্যা রয়েছে। সে দীর্ঘদিন থেকে বলে আসত দেশের প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে। অনেক টাকা নষ্ট করেছে। বাসায় পোস্টারও ছাপিয়ে রেখেছে। এসব বিষয়ে নিষেধ করায় সে বাসায়ও ঠিকমতো আসে না, রাজশাহীতেই থাকে। তবে সে সৎপথে রোজগার করে। সে এসব কার প্ররোচনায় করেছে তা আমাদের জানা নেই।
এ বিষয়ে ওবাইদুল ইসলাম রতন মুঠোফোনে বলেন, আমি দেশের কল্যাণে নির্বাচন কমিশনে মসকিল লীগ নামে একটি দলের নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছি। আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন স্থানে আমার অনেক ভক্ত রয়েছে।
তার ভাই এনামুল হক বলেন, তার এসব অদ্ভুদ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে অনেকবার নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে সে এসব কার্যক্রম চালাতে থাকে। তার মানসিক চিকিৎসাও করানো হয়েছিল। এগুলোতে সে বিভিন্নভাবে অনেক টাকা-পয়সা খরচ করে। সে আরো বলে- আমি প্রেসিডেন্ট হলে কষ্টে থাকা মানুষের দরজায় নিজে গিয়ে খাবার দিয়ে আসব।
রতনের শিক্ষক খলিলুর রহমান বলেন, সে আমার প্রাক্তন ছাত্র। তার মানসিক সমস্যা থাকায় পায়ে বেড়ি দেয়া অবস্থায় মানসিক চিকিৎসা চলেছিল। সে বিভিন্ন সময় আমাদের বিদ্যালয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পোস্টার নিয়ে আসত। এসব না করার জন্য তাকে অনেক বোঝানো হয়েছিল।
স্থানীয় ও পার্শ্ববর্তী গ্রামবাসীর অধিকাংশেরই অজানা তার বর্তমান অবস্থান, কার্যক্রম ও দলীয় নাম সম্পর্কে। রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ মণ্ডল বলেন মসকিল লীগ নামে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো কার্যালয় এই এলাকায় নেই। সে ভুয়া দল হিসেবে প্রচার চালাচ্ছে। রতন আমার ইউনিয়নের বাসিন্দা।
আক্কেলপুর উপজেলার বাসিন্দা মুমিনুর রহমান সজল জানান, আমি কখনো এই দলের নাম শুনিনি আক্কেলপুরে। এই প্রথম শুনলাম।
আক্কেলপুর থানা ছাত্রদলের সদস্য সচিব তানভীর নিয়াজ বলেন, এই নামের কোনো রাজনৈতিক দল আমাদের উপজেলায় আছে বলে আমার জানা নেই। টেলিভিশনের খবরে শুনেছি।
আক্কেলপুর উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী জানান, এ উপজেলায় মসকিল লীগ নামে কোনো রাজনৈতিক দল, কার্যক্রম বা অফিস নেই। এটা আমাদের কাছে অজানা।
