ঢাকাFriday , 4 November 2022
  • অন্যান্য

অধিঃবিরাট কোহলির প্রত্যারণায় বাংলাদেশের পরাজয়,, অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত।।

admin
November 4, 2022 9:22 am
Link Copied!

 

মোঃ নাঈম হোসাইন জয়পুরহাট জেলা।বিশেষ প্রতিনিধিঃ

 

গত ২-১১-২০২২ইং তারিখ রোজ বুধবার ,বিশ্বকাপ টি-টোয়েন্টি টুয়েলভে (India)ভারতের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ।শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতের অধিনায়ক
বিরাট কোহলির প্রত্যারণায় বাংলাদেশের পরাজয়, অস্ট্রেলিয়ার গণমাধ্যম প্রকাশিত। ভারত আগে থেকেই প্রতারণা করা আসতিছে প্রথমে পাকিস্তান এর সাথে প্রতারণা করে তা গণমাধ্যম ওঠে এসেছিলো তথ্য তার পর আবার বাংলাদেশ এর খেলাতে কোহলির প্রতারণা থাবায় বাংলাদেশ এর পরাজয়। বৃষ্টির পর জোর করে খেলানো হয় বাংলাদেশকে মাঠ খেলার উপযুক্ত ছিলো না তাও অ্যাম্পায়ার জোর করে খেলান বাংলাদেশ কে অধিনায়ক সাকিব আল হাসান অ্যাম্পায়ার এর কাছে বলেছিলো মাঠ খেলার উপযুক্ত নয় তার কথা গুরুত্ব দেয় নি অ্যাম্পায়ার গণ। তারপর বৃষ্টি শেষে খেলা শুরু হলো বাংলাদেশ যখন একটু করে খেলার দিকে অগ্রসর হলো সব ভালো যাচ্ছিলো হঠাৎ তখন ই ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রতারণা। ফেক ফিল্ডিং করে আউট করলো বাংলাদেশের ক্রিকেটারকে, ফেক ফিল্ডিং টি ধরা পড়েছিলো ভিডিওতে কিন্তু অ্যাম্পায়ারদের চোখে তা পরে নি। এসব প্রতারণা কিভাবে অ্যাম্পায়ারদের চোখ এরিয়ে গেলো? নাইন স্পোর্টস তাদের নিউজ এ হেডলাইন করেন বিরাট কোহলির অন্যায় পদক্ষেপে এবং ভুয়া ফিল্ডিংয়ের অভিযোগ। সিডনি মর্নিং হেরাল্ড, হেডলাইন করেন ভুয়া ফিল্ডিং এর অভিযোগে অভিযুক্ত বিরাট কোহলি। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধান প্রধান গণমাধ্যম নিউজ, দ্যা এজ, সেভেন নিউজ,ফক্স নিউজ, নাইন স্পোর্টস, নিউজ ডট কম সহ সারাদেশে বিদেশের নিউজ গুলোতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।