ঢাকাWednesday , 2 November 2022
  • অন্যান্য

ক্ষেতলাল উপজেলা দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী জয়ী!

admin
November 2, 2022 8:04 pm
Link Copied!

 

রিফাত হোসেন(মেশকাত) আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাটঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বজলুর রহমান তুলশিগঙ্গা ইউনিয়নে ৬ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লেবু মল্লা আনারস পেয়েছেন ২ হাজার ৩৩ ভোট।

বড়তারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বোরহান উদ্দীন ৬ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাড়িক মন্ডল আনারস পেয়েছেন ৪ হাজার ৫৩০ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার ক্ষেতলাল উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হওয়ায় বিজয়ী সর্মথকরা শুভেচ্ছা জানান। বুধবার (২নভেম্বর) সকাল ৯ টায় এ ভোট গ্রহণ হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার আনিছার রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।