ঢাকাSaturday , 29 October 2022
  • অন্যান্য

সিটেই বসে মারা গেলেন ট্রাক চালক ফারুক।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

চালকের সিটেই মারা গেলেন ট্রাকচালক বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি এক ট্রাক চালকের হৃদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তার নাম ফারুক হোসেন (৩৮)। তিনি যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়। ট্রাকচালক ফারুকের মৃত্যুর খবর বেনাপোল ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ঘেনা নিশ্চিত করে বলেন, ঢাকা মেট্রো ট-১৬-৪৭১৮ নম্বরের একটি ট্রাকে করে রার্নাস মোটর লি. ঢাকার রপ্তানি পণ্য নিয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। ট্রাকে থাকা পণ্য খালাস হওয়ার আগেই ট্রাকের মধ্যে তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশি ট্রাক চালকের মরদেহ দেশে ফেরত আনার জন্য পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, ভারত থেকে মরদেহ হস্তান্তরের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।