বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আজ রাতে একটি ফ্লাইটে রওনা দেবেন তিনি। ৭৫তম এই আসরে তিশা যাচ্ছেন ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেলার নিয়ে। ১৯ মে কানে উন্মুক্ত হবে ট্রেলারটি। বিশ্ব সিনেমার বড় এই প্ল্যাটফর্মে সিনেমাটির ট্রেলার প্রকাশ নিয়ে খুশি এই তারকা।
কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাণিজ্যিক শাখা। এই শাখায় প্রকাশ পাবে ‘মুজিব’-এর ট্রেলার। জানা যায়, ১৯ মে ভারতীয় প্যাভিলিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক এই ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এই অভিনেত্রী বলেন, ‘সিনেমার জন্য বিশ্বের বড় একটা প্ল্যাটফর্ম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে আমাদের “মুজিব: দ্য মেকিং অব আ নেশন” সিনেমার ট্রেলার প্রকাশ করা হবে, এটা আমাদের জন্য অবশ্যই খুশির খবর। এত বড় প্ল্যাটফর্মে ট্রেলার রিলিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমরা সিনেমাটি নিয়ে সামনে আরও বেশ কিছু চলচ্চিত্র উৎসবে যাব, সে বিষয়েই আশাবাদী।’
তিশার সঙ্গে যাচ্ছেন মেয়ে ইলহাম
তিশা যাচ্ছেন, এটা নিঃসন্দেহে খুশির খবর। কথা বলার সময় জানালেন, একদমই ব্যস্ত তিনি। রাতে উড়োজাহাজে উঠবেন। সেই গোছগাছ নিয়েই ব্যস্ত রয়েছেন। এই অভিনেত্রীর কাছে জানতে চাইলাম, ‘আপনার সঙ্গে আর কে যাচ্ছেন?’ তিশা বলেন, ‘মেয়ে ইলহামকে দেখাশোনার জন্য আমার বোন যাচ্ছে। ইলহামের বাবাও মেয়েকে ছাড়া থাকতে পারবেন না। যে কারণে নিজের মতো করেই বেবিসিটার হিসেবে যাচ্ছেন। এমন ঘটনা হয়তো খুব কমই ঘটে, এত বড় একজন চলচ্চিত্র নির্মাতা বেবি সিটার হিসেবে যাচ্ছেন (হাসি)।’ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বছরের বিভিন্ন সময় পৃথিবীর নানা দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নেন। কখনো সিনেমা নিয়ে, কখনো জুড়ি হিসেবে। তবে এবারের যাওয়া মেয়ের জন্যই। কান উৎসব থেকে ২৭ মের দিকে ফেরার কথা রয়েছে তাঁদের। ফেরার শিডিউলে কিছুটা পরিবর্তন হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।