ঢাকাTuesday , 17 May 2022
  • অন্যান্য

চার মাসের ইলহামকে নিয়ে রাতে কানে যাচ্ছেন তিশা

admin
May 17, 2022 7:24 pm
Link Copied!

তিশার সঙ্গে যাচ্ছেন মেয়ে ইলহাম

তিশা যাচ্ছেন, এটা নিঃসন্দেহে খুশির খবর। কথা বলার সময় জানালেন, একদমই ব্যস্ত তিনি। রাতে উড়োজাহাজে উঠবেন। সেই গোছগাছ নিয়েই ব্যস্ত রয়েছেন। এই অভিনেত্রীর কাছে জানতে চাইলাম, ‘আপনার সঙ্গে আর কে যাচ্ছেন?’ তিশা বলেন, ‘মেয়ে ইলহামকে দেখাশোনার জন্য আমার বোন যাচ্ছে। ইলহামের বাবাও মেয়েকে ছাড়া থাকতে পারবেন না। যে কারণে নিজের মতো করেই বেবিসিটার হিসেবে যাচ্ছেন। এমন ঘটনা হয়তো খুব কমই ঘটে, এত বড় একজন চলচ্চিত্র নির্মাতা বেবি সিটার হিসেবে যাচ্ছেন (হাসি)।’ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বছরের বিভিন্ন সময় পৃথিবীর নানা দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নেন। কখনো সিনেমা নিয়ে, কখনো জুড়ি হিসেবে। তবে এবারের যাওয়া মেয়ের জন্যই। কান উৎসব থেকে ২৭ মের দিকে ফেরার কথা রয়েছে তাঁদের। ফেরার শিডিউলে কিছুটা পরিবর্তন হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।