ঢাকাMonday , 24 October 2022
  • অন্যান্য

আক্কেলপুর কাঁঠালবাড়ির মোহাম্মদপুর গ্রামের ধানের জমি থেকে একজনের মৃতদেহ উদ্ধার।

admin
October 24, 2022 3:08 pm
Link Copied!

 

রিফাত হোসেন(মেশকাত) আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাটঃ

জয়পুরহাটের আক্কেলপুরে ধানের মাঠ থেকে মানসিক বিকারগ্রস্থ এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ।ঘটনাটি উপজেলার সোনামুখী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কান্দর মাঠে ঘটেছে।পবিারের দাবী তিনি আত্মহত্যা করেছেন।
নিহত মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধ আবু তাহের শাহ (৭৫) সোনামুখী ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের শাহ পড়ার বাসীন্দা। তিনি কয়েক বছর ধরে মানসিক বিকারগ্রস্থ ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে মোহাম্মদপুর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম ওই মাঠে ধানের জমি ধাম দেখার উদ্দেশ্যে যায়।

এসময় মাঠের মধ্যে গভীর নলকুপের ড্রেনের মুখে থাকা পিলারের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে চিৎকার শুরু। করে পরে থানা পুলিশে খবর দিলে মরদেহ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য থানায় নেয়।
নিহতের ছেলে মিজানুর রহমান বলেন, রবিবার রাতের খাবার শেষে আমার বাবা ঘুমিয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে আমার মা জানায় তিনি বাড়িতে নেই। রাতেই অনেক খোজাখুঁজি করে না পাওয়ায় গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করা হয়,এবং এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে ঐ রাতে। সকালে খবর পাই মাঠের মধ্যে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে পাওয়া গেছে। তিনি কয়েক বছর থেকে পাগল ছিলেন এবং তিনি আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। ইতিপূর্বেও তিনি বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন।কিন্তু পরিবারের লোকের চোখে পডলে সে আন্তহতা করতে পারেন নাই।

সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এম রাহেল ইমাম বলেন,তিনি দীর্ঘ দিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঠের মধ্যে তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে এমন খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসেছি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে সঠিক ঘটনা জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।