ঢাকাThursday , 20 October 2022
  • অন্যান্য

নেত্র. খালিয়াজুড়ি উপজেলা আ.লীগের সম্মেলনে ব্যাপক ভাঙচুর কমিটি স্থগিত

admin
October 20, 2022 5:16 pm
Link Copied!

 

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বুধবার( ১৯অক্টোবর) দুপুর ১টায় শান্তিপূর্ণ ভাবেই শুরু হয় ।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধনী ঘোষণা ও বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান।

সম্মেলনে উপস্থিত ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ), অসীম কুমার উকিল এমপি নেত্রকোনা-৩ (সংস্কৃতিবিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ), সাজ্জাদুল হাসান (তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য)।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, এমপি, জাতীয় সংসদের সংরক্ষিত আসন-১৮ এর এমপি জাকিয়া পারভীন খান এবং জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সঞ্চালনার দায়িত্ব নেন বাবু অসীম কুমার উকিল এবং সফিউল আলম চৌধুরী নাদেল নতুন কমিটির ঘোষণা করেন। তিনি সভাপতি হিসেবে অজিত বর্মন সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে সাদেকুর রহমানের নাম ঘোষণা করেন।

ঘোষণা করার সাথে সাথেই বাধে বিপত্তি পদ বঞ্চিত নেতারা বাধিয়ে দেয় হড্ডগুল শুরু হয় ব্যাপক ভাঙচুর। তা রুপনেয় সংঘর্ষে।

অনুষ্ঠানে থাকা সকল নেতৃবৃন্দ তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান এর সাথে কথা বললে তিনি হামলার বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এবং এ বিষয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে বলেন।

এ বিষয়ে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ আলী খান খসরু বলেন, কমিটি দেওয়া হয়েছে। হড্ডগুলের ব্যাপারে কেন্দ্রে জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবে মেনে নিতে হবে। আমরা যে কমিটি দিয়েছি তা বহাল থাকতেও পারে নাও থাকতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।