সাকিব জাহান (মিশু), নীলফামারী জেলা প্রতিনিধিঃ
জেলা পরিষদ নির্বাচনে নীলফামারী জেলার ডিমলা উপজেলা ১নং ওয়ার্ডে আজ সোমবার (১৭ অক্টোবর) সাধারন সদস্য পদে ২ জন প্রার্থীর মধ্যে ৭৫ টি ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফেরদৌস পারভেজ।
ডিমলা ভোটকেন্দ্রে চেয়ারম্যান পদে মমতাজুল হক-৯৪ (আনারস) নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন-৩৬ (মোটরসাইকেল), সাধারণ সদস্য পদে ফেরদৌস পারভেজ-৭৫ (টিউবওয়েল) নিকটতম প্রতিদ্বন্দ্বী বারী সূর্য ৫৬ (বৈদ্যুতিক পাখা), নারী সদস্য পদে রোকসানা পারভিন দীপ্তি- ৪৬ (ফুটবল) নিকটতম প্রতিদ্বন্দ্বী, মেহেরুন আক্তার পলিন-৪১ (হরিন)। মোট ভোটার সংখ্যা ১৩৩
ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোট দান সমাপ্ত হয়।
