মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা সকল উপজেলায় শান্তিপূর্ণ ভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের উপস্থিতি সকলে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করছেন। সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় । শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছে । শান্তিপূর্ণ ভোটগ্রহণের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনীরা কাজ করেছেন। এবং সুষ্ঠভাবে বিকেল চারটায় জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয় । জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত জয়ী প্রার্থী হিসেবে যারা জয়লাভ করেছেন-
চেয়ারম্যান -অধ্যক্ষ খাজা সামছুল আলম
সদস্য:
জয়পুরহাট সদর -রমজান আলী সরদার
পাঁচবিবি -আবু সাঈদ আল মাহবুব চন্দন
কালাই -রফিকুল মাষ্টার
ক্ষেতলাল -আব্দুল হান্নান মিঠু
আক্কেলপুর -মাজহারুল আলম লিটন
সদস্য মহিলা -১- সাবিনা চৌধুরী (জয়পুরহাট সদর ও পাঁচবিবি)
মহিলা -২-রত্না রশিদ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর)
