মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে আটপাড়া উপজেলার সদস্য পদে তালা প্রতীক নিয়ে বিজয়ী হলেন দুই দু বারের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন।
দেশব্যাপি জেলা পরিষদ নির্বাচনেরন্যায় আজ ১৭/১০/২০২২ তারিখ নেত্রকোণা জেলায় সম্পন্ন হলো জেলা পরিষদ নির্বাচন- ২০২২ এর ভোটগ্রহণ কার্যক্রম।
সার্বিক পরিস্থিতি বিবেচনা, ভোটারদের উপস্থিতি ও প্রশাসনের তথ্যমতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই নির্বাচনে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় সদস্য প্রার্থী ছিলেন ৩জন।মোট ভোটার সংখ্যা ৯৪ জন।উক্ত ভোটের মধ্যে (সাবেক দুই দু বারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) ছানোয়ার উদ্দিন ৫৮টি ভোট পেয়ে নির্বাচিত হলেন।
আজ সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ।
এ সময় পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল লতিফ শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
