এস,এন,কায়সার জুয়েল,
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্য পদপ্রার্থী জাফর আহম্মদ ‘তালা’ মার্কায় ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: শফিক মিয়া ‘টিউবওয়েল’ মার্কা পেয়েছে ৪৪ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদের হল রুম কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ০২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেন।
এদিন দুপুরে কেন্দ্র পরিদর্শনে এসে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা জানায় ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সিসিটিভি ক্যামেরার আওতায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ দেখে তারা খুশি প্রকাশ করেন এবং প্রশাসন ও ইসিকে ধন্যবাদ জানান।
এদিকে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয় প্রশাসন। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী কেন্দ্রে দ্বায়িত্ব পালন করেন।
এছাড়া ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেন।
