ঢাকাMonday , 17 October 2022
  • অন্যান্য

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন:টেকনাফে সদস্য পদে জাফর আহম্মদের জয়

admin
October 17, 2022 5:49 pm
Link Copied!

এস,এন,কায়সার জুয়েল,
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে জেলা পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্য পদপ্রার্থী জাফর আহম্মদ ‘তালা’ মার্কায় ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: শফিক মিয়া ‘টিউবওয়েল’ মার্কা পেয়েছে ৪৪ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদের হল রুম কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ০২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেন।
এদিন দুপুরে কেন্দ্র পরিদর্শনে এসে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা জানায় ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সিসিটিভি ক্যামেরার আওতায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ দেখে তারা খুশি প্রকাশ করেন এবং প্রশাসন ও ইসিকে ধন্যবাদ জানান।

এদিকে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয় প্রশাসন। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী কেন্দ্রে দ্বায়িত্ব পালন করেন।
এছাড়া ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।