ঢাকাSunday , 16 October 2022
  • অন্যান্য

নির্বাচনের আগের দিনেই প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন কালিগঞ্জের নুরুজ্জামান জামু

admin
October 16, 2022 7:00 pm
Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
নির্বাচনের আগের দিনেই প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন কালিগঞ্জের নুরুজ্জামান জামু। তিনি জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য পদে তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছিলেন। শারিরিক ও পারিবারিক সমস্যা দেখিয়ে রবিবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করেন। এ সময়ে তিনি সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে অন্য যে কোনো পছন্দের যোগ্য ব্যাক্তিকে ভোটারগনকে তাদের মূল্যবান ভোট প্রদানের আহবান জানান।
উল্লেখ্য যে, নুরুজ্জামান জামু সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সাধারণ সদস্য ছিলেন। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও মৌতলা কাঁচা বাজার সমিতির সভাপতি পদে দায়িত্বে আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।