বিশেষ প্রতিনিধিঃ মোঃ নাঈম হোসাইন জয়পুরহাট জেলা।
জয়পুরহাট জেলার কালাই থানায় জনতার মুখোমুখি হুইপ স্বপন এমপি। জয়পুরহাট জেলার কালাই উপজেলায় জনগণের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি কালাই উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন এ সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ ত মতবিনিময় করেন। এবং জনগণের বিভিন্ন প্রশ্নের কথা তিনি শুনেন।প্রশ্নত্তোর পূর্বে সর্ব স্তরের জনগন এলাকার শিক্ষা, রাস্তা–ঘাট,স্টেডিয়াম নির্মাণ, ভিজিএফ,ভিজিডি, কিডনি কিডনি ক্রয় বিক্রয়, মাদক,দূর্নীতি, সন্ত্রাস, ইত্যাদি বিভিন্ন বিষয় এ হুইপকে প্রশ্ন করেন সাধারণ জনতা। তিনি তাৎক্ষনিক ভাবে জনগণের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেয়ে সংকট সমাধানের ব্যপারে জনতাকে আশ্বস্ত করে বলেন সমস্যা একবারে সমাধান করা অসম্ভব। তবে খুব দ্রুত সমস্যা সমাধান করা হবে।জনতার মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন,জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মাসুদ রেজা।কালাই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌরসভার মেয়র মোছাঃ রাবেয়া সুলতানা, জয়পুরহাট জেলার পৌর সভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল সহ সর্ব স্তরের জনগন উপস্থিত ছিলেন। জনগণের সুখ দুঃখের কথা শোনেন, তিনি জনগণের সেবা করতে সব সময় অটুট, তিনি কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর সহ সারা বাংলাদেশের সকল মানুষ এর কল্যানে কাজ করেন।
