সাকিব জাহান (মিশু), নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার রেলস্টেশনের ১ কিলোমিটার দূরে আউটার সিগনালের ভিতরে ১১ অক্টোবর ২২ ইং ভোর ৬:৩০ মিনিটে মোঃ নবী বকস (৫০) নামে এক ব্যক্তি নিহত হন।
জানা যায়, মোঃ নবী বকস নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পাশারী পাড়া গ্ৰামের মৃত এলাহী বকসের ছেলে। তিনি প্রতিনিয়ত নতুন কাজের সন্ধানে বের হন।
এসময়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম নিউজ টাইস বিডিকে বলেন, নিহত ব্যক্তি কাজ শেষ করে পুনরায় ডোমার ট্রেনস্টেশনে নিদ্রায়িত হন। তার পরিবারের ৩ কন্যা সন্তান রয়েছে। তিনি কাজের সন্ধ্যানে বের হলে ঢাকা থেকে ছেড়ে আসা নিউ জলপাইগুড়ি গাভী মিতালী এক্সপ্রস ২ নং লাইনে দাঁড়িয়ে থাকা নবী বকসের উপর দিয়ে চলে যায়। এবং ঘটনা স্হলে তার মৃত্যু হয় থানা পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন এবং অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
