ঢাকাSaturday , 8 October 2022
  • অন্যান্য

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব এর কার্যকরী সভাপতি হলেন আবুল বাসার পলাশ।

Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক

সংবাদ পত্র জাতির দর্পণ আর সাংবাদিক হলো সেই জাতির বিবেক।

একটি দেশের সার্বিক কাজের অবিচ্ছেদ্য অংশীদার দেশের সাংবাদিক মহল।আর এই সাংবাদিকদের সকল প্রতিকূল পরিবেশে সুসংগঠিত রাখার জন্য অসামান্য অবদান রেখে যাচ্ছে সাংবাদিক সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনগুলো।
ঠিক তেমনিভাবে গাজীপুর জেলার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে উদ্ভুদ্ধকরনসহ সকল প্রতিকূল পরিবেশে সুসংগঠিত করে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ‘গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব ‘এর নেতৃবৃন্দ।

নেতৃত্বের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আজ ৮অক্টোবর২০২২ খ্রিঃ অনুষ্ঠিত হলো গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব এর নির্বাচন।

উক্ত নির্বাচনে সাবেক সফল নেতৃত্ব মোঃ আবুল বাসার পলাশ পূণরায় কার্যকরী সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। এই ক্লাবের মোট ভোটার ৮৪জন।ভোট গৃহীত হয়েছে ৮১টি।আবুল বাসার পলাশ কার্যকরী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৭ ভোট পেয়ে উক্ত ক্লাবের গুরু দায়িত্ব গ্রহণ করেছেন।

আবুল বাসার পলাশ পেশায় একজন দক্ষ,চৌকস ও মেধাবী সাংবাদিক। বর্তমানে তিনি ‘দৈনিক প্রথম বেলা’ পত্রিকার চীপ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি এশিয়ান টেলিভিশনের ‘উন্নয়নের বাংলাদেশ’ অনুষ্ঠানের গ্রন্থণা,পরিকল্পনা ও উপস্থাপনা করছেন।

মোঃ আবুল বাসার পলাশ আমাদের ‘নিউজ টাইম বিডি ‘কে জানান বিগত সময়ের দায়িত্ব পালন থেকে বাস্তব অভিজ্ঞতার নিরিখে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব এর সার্বিক উন্নয়নে নিজের সকল দক্ষতা, অভিজ্ঞতা ও সর্বশক্তিকে উজার করে দিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।