রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়াল(৩৬) তিনি এক জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, ক্র্যাচার ছাড়া চলাচল করিতে পারেনা, সে নিজেই তার প্রতিবন্ধী তিন চাকার গাড়িতে করে কানসাট ও বিভিন্ন স্থান থেকে পাইকারি মুদিখানার মালামাল ক্রয় করে এনে কিছু লাভে বিক্রয় করিতেন।প্রায় ১যুগ ধরে শিবনগর মোন্নাপাড়া গ্রামে একটি কাঠের তৈরি মুদিখানার দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করিতেন। গত ০৫/১০/২০২২ বুধবার রাত ১০:০০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। হঠাৎ ঐ দিন রাত সাড়ে ১১ টার দিকে সেই কাঠের তৈরি মুদিখানার দোকানটি বিদ্যুৎপৃষ্ট হয়ে আগুন ধরে যায়। প্রায় ১০ মিনিটের মধ্যেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী জানায়, আমরা বাড়ী থেকে দেখতে পাই দাও,দাও করে আওয়ালের দোকানটি আগুনে পুড়তেছে। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। দোকানের মালামাল আনুমানিক ক্ষতি প্রায় ১ লক্ষ টাকার উপরে । দোকানটি পুড়ে আওয়াল এখন অসহায় হয়ে পড়েছে,কি করে এখন তার পরিবারের জীবিকা নির্বাহ করবে কিছুই খুঁজে পাচ্ছে না।সে জম্ম থেকে পায়ে হেঁটে চলাচল করিতে পারতোনা। তিনি এক জন ভালো মনের মানুষ, দোকান চালিয়ে ভালোই ছিল ।তাই আওয়ালের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
