টেকনাফ
মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ উপজেলা প্রতিনিধি
জিয়া আহবায়ক, ছৈয়দ আলম সদস্য সচিব, কায়সার জুয়েল, যুগ্ন আহবায়ক।
দূর্বার গতিতে এগিয়ে চলছে জাতীয় শ্রমিকলীগ স্লোগানে জাতীয় শ্রমিকলীগ টেকনাফ পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে টেকনাফ পৌরসভা শাখার বর্তমান সভাপতি শ্রমিক নেতা জিয়াউর রহমান জিয়াকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট টেকনাফ পৌরসভা শাাখার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে ছৈয়দ আলম বকুলকে সদস্য সচিব ও মোঃ হোসেন ও কায়সার জুয়েলকে যুগ্ম – আহবায়ক করা হয়েছে।
কমিটির ঘোষনা প্রসঙ্গে টেকনাফ পৌর শ্রমিকলীগের ঘোষিত আহবায়ক ও পৌরসভা শাখার সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন- আমাকে দায়িত্ব দেওয়ায় প্রিয় কক্সবাজার জেলা আহবায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অতীতের মতো সকল ওয়ার্ড ও ইউনিট কমিটি সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তুলে এনে শ্রমিকলীগকে আরো সু-সংগঠিত ও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য- আগামী ২ মাসের মধ্যে জাতীয় শ্রমিকলীগ টেকনাফ পৌরসভার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয় এবং গত ২৫/০৯/২২ ইং তারিখের জাতীয় শ্রমিকলীগ টেকনাফ পৌর শাখার আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা শ্রমিক লীগের সিদ্ধান্তক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
