মোহাম্মদ ইউনুছ অভি. টেকনাফ
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড কচুবনিয়া এলাকার আব্দুল খালেকের পুত্র মোঃ শব্বির তার নিজের মুদির দোকানে এলাকার ইয়াবা ও মানবপাচারের গড ফাদার একই এলাকার মোজাফফর মিয়ার পুত্র গুরা মিয়া গংকে মোটা অংকের চাঁদা না দেওয়ায় মুদির দোকানে আগুন লাগিয়ে সব মালামাল পুড়ে ছাই করেছে এবং দোকানদার শব্বির কে ব্যাপক মারধর করেছে থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়।
বাদী শব্বির আহমদ জানান,গত ২ অক্টোবর রাত আনুমানিক ২ঘটিকার সময় দোকানে বেচা কেনা শেষ করে খানা খেয়ে প্রতিদিনের ন্যায় দোকানে ঘুমিয়ে পড়েন। ২.৩০ ঘটিকার সময় একই এলাকার মোজাফফর মিয়ার পুত্র গুরা মিয়া কাটাবনিয়া এলাকার আব্দুল মাবুদের পুত্র মোঃ উসমানসহ ৪/৫জন অজ্ঞাতনামা ব্যক্তি দোকানে এসে প্রথমে বাকিতে মালামাল চাই এবং মোটা অংকের চাঁদা দাবি করে দোকানদার শব্বির আহমদ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গুরা মিয়া গং ক্ষিপ্ত হয়ে দোকানের তালা ভেঙে দোকানের ভিতর প্রবেশ করে দোকানদার শব্বির কে টেনে হিঁচড়ে দোকান থেকে বের করে উসমানের হাতে থাকা চাকু ও লাঠি দিয়ে ব্যাপক মারধর করে রক্তাক্ত জখম করে।
গুরা মিয়া তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে সজোরে কোপ মারতে চাইলে দোকানদার শব্বির আহমদ ডান হাত দিয়ে প্রতিহত করার সময় গুরুতর জখম হয়। পরবর্তীতে সে সু চিৎকার দিয়ে গুরা মিয়া ও উসমানসহ দোকানে থাকা ২টি মোবাইল ফোন ৪৫ হাজার টাকাসহ তিন লাখ টাকার মালামাল ও নগদ ২৭ হাজার টাকা লুট পাট করে দোকানে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়, এ ব্যাপারে ৩-১০-২২ ইং তারিখে দোকানের মালিক শব্বির আহমদ বাদী হয়ে গুরা মিয়া কে প্রধান আসামি করে টেকনাফ মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন বলে দোকানের মালিক শব্বির আহমদ জানান।
উক্ত অভিযোগের তদন্ত কারী কর্মকর্তা এসআই নুরে আলমের যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন।
