ঢাকাThursday , 29 September 2022
  • অন্যান্য

ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজর দিনব‍্যাপী শিক্ষা উপকরণ প্রদর্শনী মেলা।

Link Copied!

শহিদুল ইসলাম,ময়মনসিংহ প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে উৎযাপিত হয়ে গেলো ময়মনসিংহসরকারি টিচার্স ট্রেনিং কলেজর দিনব‍্যাপী শিক্ষা উপকরণ প্রদর্শনী মেলা ।আজ সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে মেলা শুরু হয়। উপকরণ মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মোঃ জয়নাল আবেদীন খান। মেলায় উপস্থিত ছেলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, শিক্ষা উপকরণ মেলা কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ হাবিবুর ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মেলা ঘুরে দেখা যায়,মেলাটিতে ৮টি স্টলে অংশগ্রহণ করেন কলেজের বি.এড ২০২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীবৃন্দ।এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজর অধ্যক্ষ প্রফেসর ডা: মোঃ জয়নাল আবেদীন খানসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষকমন্ডলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।