ঢাকাThursday , 29 September 2022
  • অন্যান্য

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটর বাইক দূর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু।

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

আজ ২৯ শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে বিকাল ৪ টার সময় মোটর বাইক দূর্ঘটনায় মোঃ মতিয়ার রহমান নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়।

মিঠাবাড়ি নিবাসী নিহত মতিয়ার রহমান পাটকেলঘাটার জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,মতিয়ার রহমান স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভৈরবনগর মোড় থেকে মিঠা বাড়ির দিকে যাচ্ছিল, এ সময় সাতক্ষীরা থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে মারাত্মক জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কামরুজ্জামান লিপু মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।