রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে গলায় ফাঁস দিয়ে সুমন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার দুপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের গোরস্থানরোডে এ ঘটনা ঘটে। নিহত সুমন পূর্ব মালিপুর এলাকার আয়নাল আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক কলহের কারণে পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমন। স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আতাউর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানে হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
