ঢাকাFriday , 23 September 2022
  • অন্যান্য

***কালাইয়ে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের দুই যাত্রী নিহত!

admin
September 23, 2022 9:18 pm
Link Copied!

 

রিফাত হোসেন(মেশকাত)আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:জয়পুরহাট

জয়পুরহাট কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যানের যাত্রী থটনার স্থানেই নিহত হয়েছে। নানা নাতী এঘটনায় আরো ৩ জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার সুন্ধায় ৬টার দিকে কালাই উপজলার পাঁচশিরা-মালামগাড়ী সড়কের মহিরুম এলাকায় এই দুর্ঘটনা ঘটে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করছন।

নিহতরা হলেন কালাই উপজলার পুনট ইউনিয়নের শিকটা উত্তরপাড়া গ্রামের নানা মৃত্য অছির উদ্দিনের ছলে নজরুল ইসলাম (৬৫) এবং নাতী একই গ্রামর মাহমুদুল হাসানের ছলে শাকিব হাসান (৫)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন জানান, নিহতরা শুক্রবার সন্ধ্যায় ব্যাটারী চালিত একটি অটাভ্যান যাগে মালামগাড়ীহাট থেকে তাদের নিজ বাড়ী শিকটা গ্রামর যাছিলন। পথে উপজলার মহিরুম গ্রাম এলাকায় কালাইয়ের দিক থেকে একটি ট্রাকের সাথে ব্যাটারী চালিত অটাভ্যানেটলর মুখামুখি সংঘর্ষ ঘটলে ঘটনার স্থলেই ভ্যানে থাকা যাত্রী নানা-নাতী নিহত হয়।

তবে দুর্ঘটনার পর ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। চালক কে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।