ঢাকাThursday , 22 September 2022
  • অন্যান্য

সেনবাগে গরিবের চাল আত্নসাত করলেন ডিলার কুতুবউদ্দিন

admin
September 22, 2022 11:59 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক খান মাহাদী :

নোয়াখালীর সেনবাগে ৫ নং অর্জুনতলা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দামে কার্ডধারীদের চাল আত্নসাতের অভিযোগ উঠেছে ডিলার কুতুবউদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে বলা হয় সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এলাকার অসহায় দরিদ্র লোককজনের জন্য ১০ টাকা মূল্যের ৩০ কেজি করে চাল বিতরণ করার জন্য কুতুবউদ্দিন পাটওয়ারীকে ডিলার হিসাবে নিয়োগ করেন। কিন্তু ডিলার কুতুবউদ্দিন পাটওয়ারী ১০ জনের নামে কার্ড করে নিজের কাছেই গোপনে রেখে দেন, কিন্তু বিষয়টি কার্ডধারিরা জানতোইনা। কুতুবউদ্দিন পাটওয়ারী উক্ত ১০ টি কার্ডের চাল অন্যত্র বিক্রি করে দেন । সম্প্রতি কার্ডগুলোর অনলাইন কার্যক্রম শুরু হলে কুতুবউদ্দিন পাটওয়ারীর চাল আত্নসাতের বিষয়টি ধরা পড়ে।

এর পরই টনক নড়ে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের। তিনি ওই ১০ কার্ডধারীদের ডেকে এনে জিজ্ঞাসা করলে তারা জানান কার্ডের বিষয়ে তারা কিছুই জানেন না।

বিষয়টি নিয়ে কুতুবউদ্দিন পাটওয়ারীর কল দিলেও দিনি কল রিসিভ করেন নাই ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।