ঢাকাWednesday , 21 September 2022
  • অন্যান্য

কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরন আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

admin
September 21, 2022 8:13 pm
Link Copied!

এস,কে আব্বাস কালিগঞ্জ উপজেলা ব্যুরো প্রধান ঃ
কালিগঞ্জে আগুনে পুড়ে বসন্ত রাণী সরকার (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শেওড়াতলা এলাকার মৃত ঈশ্বর রাখালের স্ত্রী। স্থানীয়রা জানান, শেওড়াতলা এলাকায় ওই বৃদ্ধার দূর সম্পর্কের এক ভাতিজার মুদি দোকান ছিলো। প্রতিদিন দুপুরের পর থেকে বৃদ্ধা বসন্ত রাণী ওই দোকানেই সময় কাটাতেন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে অসাবধানতাবশত কেরোসিন চালিত ল্যাম্প থেকে হঠাৎ দোকানে আগুন লাগে। আগুনে বসন্ত রাণীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে বুধবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে তার মৃত্যু হয়। থানার উপ—পরিদর্শক শেখ মনির হোসেন জানান, নিহতের সুরোতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ২২ সেপ্টেম্বর সকালে মৃতদেহ মর্গে প্রেরণ করা হবে। আগুন লাগার কারণ তদন্ত চলছে। সুরোতহাল রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
এস,কে আব্বাস কালিগঞ্জ উপজেলা ব্যুরো প্রধান ঃ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।