জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে সুলতান মিয়া (৪৫) ও সায়েদ আলী (৬৫) দুইজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে পৌর এলাকায় সওদাগর পাড়া দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুলতান মিয়া সওদাগর পাড়া মৃত কুব্বাত আলী ছেলে ও তার চাচা সায়েদ আলী মৃত আবেদ আলীর ছেলে।
বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, সুলতান মিয়া দুপুরে টিউওবয়েল পারে গোসল করতে যায়। মটরের সঙ্গে টিউবওয়েল সংযোগ থাকায় বৈদ্যুতায়িত হয়ে পরে থাকে সুলতান। এরপর তার চাচা সায়েত আলী তাকে উদ্ধার করতে গেলে সেও বৈদ্যুতায়িত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রোগীদের মৃত বলে ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
