ঢাকাSunday , 18 September 2022
  • অন্যান্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে বাসচাপায় নিহত এক, আহত দুইজন

Link Copied!

রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিকট ভিক্টোরিয়া পার্কের পাশে সাভার পরিবহনের বাসচাপায় বুলবুল (৬০) নামের এক পথচারী নিহত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও এক রিকশাচালক আহত হয়েছেন।

নিহত বুলবুলের ছেলে বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম।

জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে সাভার পরিবহনের একটি বাস ভিক্টোরিয়া পার্কের পাশে একটি রিকশাকে চাপা দেয়। এতে বুলবুল নামের ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান এবং এক রিকশাচালক ও আকাশ দাস নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মী আহত হন।

পরে আহত রিকশাচালককে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। আকাশ দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টিএসসির পেছনের মার্কেটের ফুটপাতের ওপর বাসটি উঠে যায়৷

দুর্ঘটনার পর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় সাময়িক যানজটের। পরে পুলিশ এসে বাসটি জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।