মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ উপজেলা প্রতিনিধি
দীর্ঘ ১৯ বছর শাহপরীর দ্বীপ করিডোর হইতে গরু ব্যবসায়ীরা মায়ানমার থেকে গরু মহিষ আমদানি করে সরকারকে রাজস্ব দিয়ে আসছেন। বছরে কোটি কোটি টাকার রাজস্ব দেন সরকারকে। হঠাৎ করে ৭/৭/ ২০২১ সালে ঈদুল আজহাকে সামনে রেখে শাহপরীর দ্বীপ করিডোর বন্ধ করে দেয়।এতে স্থানীয় দুই তিনহাজার গরীব অসহায় শ্রমীক জীবিকার তাগিদে কাজ করতেন। বর্তমানে তারাও ব্যকারত্ব দিন পারকরছেন। এতে করে মাদকের সাথেও সম্পৃক্ত হয়ে পড়ছে অনেকে। ব্যবসায়ীরা দুর্ভোগ ও মরিয়া হয়ে জীবন জাপন করছেন। বর্তমানে শাহপরীর দ্বীপ করিডোর বন্ধ হওয়ার পরে লামা ও আলীকদম দিয়ে চোরাই পথে একটি কুচক্রী মহল দৈনিক ৫০০ গরু মহিষ অবৈধ পথে নিয়ে আসছেন। অবৈধ পথের স্থান পতপুয়া মহুরি, কুরুকপাতা পয়েন্ট, বর্তমান চেয়ারম্যান মুরুং মিয়ার নেতৃত্বে ২০ জনের সেন্ডিকেটে অবৈধ গরু পাচার করে। ২ নং পয়েন্ট নাইক্যংছড়ি, গর্জনিয়া বাজার সিমানা দিয়ে দৈনিক ২ থেকে প্রায় আড়াইশ গরু অবৈধ পথ দিয়ে ডুকানো হচ্ছে। গর্জনিয়ার স্থানীয় ৪ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জসিম ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিমের নেতৃত্বে অবৈধ পথে সরকারের রাজস্ব পাকি দিয়ে অবৈধ গরু মহিষ নিয়ে আসছে।
আবারো টেকনাফের গরু ব্যবসায়ীরা শাহপরীর দ্বীপ করিডোর খোলে দেওয়ার জোর দ্বাবি জানিয়েছেন। স্থানীয় গরু ব্যবসায়ী ও গণ্য মান্য ব্যক্তি বর্গ সহ সচেতন মহল সরকারের কাছে দ্বাবি জানিয়েছেন।
