ঢাকাThursday , 15 September 2022
  • অন্যান্য

মীরসরাইয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাস,লরি ও কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত৪,আহত ৬ জন

Link Copied!

স.র. সাঈদ
মীরসরাই, চট্টগ্রাম।

মীরসরায়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাস,লরি ও কাভার্ড ভ্যান সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ৪জন। জোরারগঞ্জ থানা পুলিশের এএসআই ও কনস্টেবলসহ ঘটনাস্থলে মোট ৬ জন আহত হয়।
প্রাপ্ত তথ্যমতে জানা যায়, জোনাকি পরিবহন পরিবহন নামের একটি বাস ও একটি লরি একে অপরকে ওভারটেক করতে চায়। এ নিয়ে কিছুক্ষণ ঘটনাস্থলে চালকদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে লরির চালক গাড়ি চালানো শুরু করে এবং জোনাকি পরিবহন লরিকে সামনে থেকে আগলে ধরে। পরবর্তীতে গাছের সাথে লরির ধাক্কা লাগে। তখন দুটো গাড়িই থেমে যায়। একটু পরে আরকটি কাভার্ড ভ্যান এসে সেখানে অবস্থানরত লোকদের ধাক্কা দিয়ে গাড়ির সাথে সংঘর্ষ হয়।
গতকাল বুধবার(১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় মীরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পরবর্তীতে সেখানে আহতদেরকে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।