স্টাফ রিপোর্টারঃ আহাদ তালুকদার
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সরকারী জমি দখল করে স্থানীয় আব্দুল মান্নান মোল্লা বাশাইল বাজারে একাধিক পাকা স্থাপনা নির্মাণ করেছেন। গত কয়েকদিন যাবত নতুন করে আবারও স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।
মান্নান মোল্লা জানান, নিজের ক্রয়কৃত জমিতে পাকা স্থাপনা নির্মান করছেন তিনি। জমি পরিমাপ করা হয়েছিলো কিনা জানতে চাইলে তিনি জানান, জমি ক্রয়ের পর পরিমাপ করা হয়নি। অনুমান নির্ভর হয়ে স্থাপনা গুলো নির্মাণ করা হচ্ছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, ইতিমধ্যে সেখানে তহসিলদার পাঠানো হয়েছে। সরকারী জায়গা হলে স্থাপনা ভেঙ্গে ফেলা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
