সাকিব জাহান (মিশু), নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে ৯১ কেজি ওজনের বিশালাকৃতির বাঘাইড় মাছ ধরা পড়েছে। বুধবার (১৪সেপ্টেম্বর) ভোররাতে তিস্তা নদীর ডালিয়া তিস্তা ব্যারাজের উজানে খগাখড়িবাড়ি ইউনিয়নের পাগল পাড়া এলাকায় স্থানীয় জেলের বড়সিতে মাছটি ধরা পড়ে।
মাছটি স্থানীয় ডালিয়া বাজারে নিয়ে আসলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমায়।
ডলিয়া বাজারের মাছ ব্যবসায়ী কেলাসু মিয়া বলেন, সকালে উপজেলার পাগলপাড়া তিস্তা এলাকা থেকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসে। ৯১ কেজি ওজনের মাছটি সেখান থেকে ৮০০ টাকা কেজি দরে কিনে নীলফামারী জেলা সদরের বাজারে নিয়ে আসি। এখানে ১০০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এ রকম মাছ সচরাচর পাওয়া যায় না। এ জন্য চাহিদাও ব্যাপক।
স্থানীয়রা জানান, এর আগে গত বছর তিস্তায় ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। আর আজ ৯১ কেজির মাছ ধরা পড়লো। পাগলপাড়া এলাকার আরিফ হোসেন বলেন, তিস্তা নদী হতে এর আগে এত বড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে মানুষ ভিড় করছে।
