ঢাকাSaturday , 10 September 2022
  • অন্যান্য

মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

Link Copied!

 

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে আউশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হেনা কবীর, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে আব্দুল আলিম, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম, সহ সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।