মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সুফিয়া বিবি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সুফিয়া বিনি মুলগ্রাম গ্রামের সবদের আলীর স্ত্রী।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, সুফিয়া বিবি পাশের বাড়ির দেবরের ছেলে ভাতিজা নাজিম উদ্দিনকে মাছ দিতে যায়। এসময় তাদের বাড়ির দরজা বন্ধ থাকায় ঘরের জানালায় ডাকতে গেলে জানালার পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
