ঢাকাTuesday , 6 September 2022
  • অন্যান্য

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথমবর্ষের ৩৪ শিক্ষার্থীকে ভর্তি করাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

admin
September 6, 2022 8:39 pm
Link Copied!

 

রিফাত হোসেন আক্কেলপুর উপজেলা প্রতিনিধি : জয়পুরহাট

তিলকপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু হাসনাত মো. জুবায়ের (স্বপন) বলেন, ২০২০/২১ সালের ডিগ্রী প্রথম শিক্ষাবর্ষের ৩৪ শিক্ষার্থীকে অনলাইনে সমস্যা থাকার কারণে ভর্তি করানো সম্ভব হয়নি। আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে তাদের ভর্তি করানো হবে।

তিলকপুর মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোকসেদ মাষ্টার জানান, এ বিষয়ে জয়পুরহাট-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে লিখিতভাবে জানানো হয়েছে।

জয়পুরহাট-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনক বলেন, ওই মহাবিদ্যালয়ের এমন কোনো তথ্য আমার জানা নেই।

ম্যানেজিং কমেটির সভাপতি বলেন, অধ্যক্ষ ও নিম্নমান সহকারী শরিফ উদ্দীনের গাফলতির কারণে ৩৪ শিক্ষার্থী ২০২০-২১ ডিগ্রি প্রথমবর্ষের ভর্তি করানো সম্ভব হয়নি।

শরিফ উদ্দীন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় ও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় ভর্তি করানো আর সম্ভব হয়নি।

আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মকবুল হোসেন বলেন, তিলকপুর মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথমবর্ষের ভর্তি বিষয়ে এমন কোনো তথ্য তার জানা নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।