( রিফাত হোসেন ) আক্কেলপুর উপজেলা প্রতিনিধি : জয়পুরহাট
গান লেখা তার প্রবল আগ্রহ,তাই গান লেখাকেই নিজের অবসর সময়ের সঙ্গী করেছেন বর্তমানে ব্যাপক জনপ্রিয় কয়েকটি গানের লেখক নুরুল ইসলাম নাহিদ। দেশের উত্তরের জেলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার থানা এলাকার বাসিন্দা মো: কবির আহমেদের ছেলে তিনি।
এখন পর্যন্ত নুরুল ইসলাম নাহিদের লেখা ১২টি গান বিভিন্ন জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
” বুকের ভিতর কষ্ট আমার ” শিরোনামে জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের গাওয়া গানটির মাধ্যমে আলোচনায় আসেন এ নুরুল ইসলাম নাহিদ।
নাহিদের লেখা এসব গানের সুর করেছেন দেশের জনপ্রিয় সব শিল্পীরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন; সদ্য প্রয়াত আতিফ আহমেদ নিলয়,এম এ মামুন , ইশিতা, শাহরিয়ার আশিক,এস এ আপন, আর এ আজমীরের মতো শিল্পীরা।
নুরুল ইসলাম নাহিদ বলেন, “আমি বেশিরভাগ সময় ঢাকাতে থাকি। আর অবসর সময়ে আমার গান লেখতেই ভালোলাগে। যদিও আমার পরিবারের কেউ এর আগে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন নাহ। আমার আশা,ইমরান মাহমুদুল,শামস্ ভাই, আরমান আলিফ,গগন শাকিবের কন্ঠেও ভবিষ্যতে গান প্রকাশিত করার “।
