ঢাকাTuesday , 6 September 2022
  • অন্যান্য

গান লেখে দেশ মাতাচ্ছেন আক্কেলপুরের ছেলে নুরুল ইসলাম নাহিদ।

Link Copied!

 

( রিফাত হোসেন ) আক্কেলপুর উপজেলা প্রতিনিধি : জয়পুরহাট

গান লেখা তার প্রবল আগ্রহ,তাই গান লেখাকেই নিজের অবসর সময়ের সঙ্গী করেছেন বর্তমানে ব্যাপক জনপ্রিয় কয়েকটি গানের লেখক নুরুল ইসলাম নাহিদ। দেশের উত্তরের জেলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার থানা এলাকার বাসিন্দা মো: কবির আহমেদের ছেলে তিনি।

এখন পর্যন্ত নুরুল ইসলাম নাহিদের লেখা ১২টি গান বিভিন্ন জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
” বুকের ভিতর কষ্ট আমার ” শিরোনামে জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের গাওয়া গানটির মাধ্যমে আলোচনায় আসেন এ নুরুল ইসলাম নাহিদ।

নাহিদের লেখা এসব গানের সুর করেছেন দেশের জনপ্রিয় সব শিল্পীরা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন; সদ্য প্রয়াত আতিফ আহমেদ নিলয়,এম এ মামুন , ইশিতা, শাহরিয়ার আশিক,এস এ আপন, আর এ আজমীরের মতো শিল্পীরা।

নুরুল ইসলাম নাহিদ বলেন, “আমি বেশিরভাগ সময় ঢাকাতে থাকি। আর অবসর সময়ে আমার গান লেখতেই ভালোলাগে। যদিও আমার পরিবারের কেউ এর আগে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন নাহ। আমার আশা,ইমরান মাহমুদুল,শামস্ ভাই, আরমান আলিফ,গগন শাকিবের কন্ঠেও ভবিষ্যতে গান প্রকাশিত করার “।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।