মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ উপজেলা প্রতিনিধি
টেকনাফ উপজেলার সঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লেংগুরবিল পর্যটন বাজার-ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলী বাজার সড়কের। দীর্ঘ সময় ধরে ভাঙা ও জরাজীর্ণ সড়ক দিয়ে রিকশা-ভ্যান,অটো ও সিএনজি, ট্রাক চালকরা ঝুঁকি নিয়ে গাড়ী চলাচল করছে। প্রতিদিনই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। সড়কের বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়বাসিন্দা থেকে চলাচলকারী যাত্রী সাধারণ।
স্থানীয়দের অভিযোগ, যথাসময়ে সংস্কারের অভাবে, সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টির কারণ।
সম্প্রতি বৃষ্টি হওয়ার কারণে লেংগুরবিল পর্যটন বাজার-ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলী বাজার সড়কের তুলাতলী আজলের দোকান সংলগ্ন এলাকায় সড়কের অংশ বিশেষ তলিয়ে গিয়ে মারাত্মক আকার ধারন করেছে। যানবাহন সহ জনসাধারণের চলাচলে পোহাঁতে হচ্ছে দুর্ভোগ। উক্ত সড়ক দিয়ে ইইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের হাজার মানুষো নিয়মিত চলাচল করে।
টমটম চালক মোঃ ইসমাইল জানান, এই সড়ক যে ভেংগে গেছে আমি জানতাম না,প্রতিদিনের মতো গাড়ি নিয়ে যাচ্ছিলাম ঝুঁকি নিয়ে আমার গাড়িটা প্রায় নষ্ট হয় গেছে,এখন আমি ক্ষুদ্র আয়ে গাড়ি ঠিক করব কি দিয়া।
এই সড়কটির দ্রুত সংস্কার দাবী জানাই আমি। ইউনিয়নের ১ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, সম্প্রতি বৃষ্টি হওয়ার কারণে কার্পেটিং সড়কের পাশের মাঠি সরে গিয়ে ভেংগে যায়,আগের নষ্টের সঙ্গে তাল মিলিয়ে সড়কটির ৯৫% ভেঙ্গে গেছে,,এরকম বৃষ্টি হলে সম্পুর্ন ভেঙ্গে যাবে এই সড়ক,,আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাব,অতিশ্রীঘ্রই যেন রাস্তাটা সংস্কার করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান, বিষয়টি আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবগত করছি। যানবাহন ও জনচলাচলে বিঘ্ন না হয় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। আগামী ১/২ দিনের ভিতর সড়কের ভেংগে যাওয়াস্থলে জরুরী ভাবে রক্ষা বাঁধ দেওয়া হবে বলেও জানান তিনি
