ঢাকাSaturday , 3 September 2022
  • অন্যান্য

যশোর ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন হানিফ সুপার মার্কেটের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসানুর রেজা হাসান(৩৭) নামের একজন নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । নিহত হাসান পৌরসদরের পুরন্দরপুর ৭নং ওয়ার্ডের মৃত সায়েদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে একটি ভ্যানে কিছু পরিমাণ তরকারী নিয়ে বাজারে আসার পরে ভ্যানে থাকা অন্য এক যাত্রীকে হানিফ সুপার মার্কেটের সামনে নামিয়ে দিয়ে, পূর্বের ন্যায় কাঁচাবাজারের যাওয়ার জন্য ভ্যান চালক অসাবধানতার মাধ্যমে তার ভ্যান ঘুরিয়ে নিতে যাওয়ার সময় বেনাপোলগামী একটি ট্রাক এসে মেরে দেয়। ঘটনাস্থলে হাসানের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জের অফিসিয়াল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।