ঢাকাFriday , 2 September 2022
  • অন্যান্য

কালিগঞ্জে চিংড়ীতে জনকল্যাণ সংস্থার উদ্যোগে জলবায়ু অবরোধ কর্মসূচী পালন

admin
September 2, 2022 9:04 pm
Link Copied!

এস,কে আব্বাস, কালিগঞ্জ (সাতক্ষীরা)
০২ সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলায় কালিগঞ্জ উপজেলার চিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার এর পাশে জনকল্যাণ সংস্থার আয়োজনে জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে । জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব উপকূলীয় অঞ্চল তথা সারা বিশ্বের উন্নয়নের সকল পদক্ষেপকে প্রভাবিত করছে। উন্নত দেশগুলো গ্রীন হাউজ গ্যাস নির্গমন করে জলবায়ুর পরিবর্তনকে ত্বরান্বিত করছে। বাংলাদেশ কোন ভূমিকা না রেখেও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে । সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে রয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমূহ। এই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করা ও ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য সুইডেনের স্কুলছাত্রী ১৫ বছর বয়সী প্রতিবাদী শিশু অগ্নিকন্যা গ্রেটা থানবার্গ ফ্রাইডে ফর ফিউচার, সারা বিশ্বের যুব স্কুল ছাত্র—ছাত্রীরা সপ্তাহের প্রতি শুক্রবারে জনসমাবেশ, র্যালি, মানববন্ধন, পথসভা করছে। এরই ধারাবাহিকতায় জনকল্যাণ সংস্থা সারা বিশ্বের সাথে একান্ততা ঘোষণা করে বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় সমস্যা ও দাবিগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করেন। উক্ত জলবায়ু অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জনাব শেখ সিরাজুল ইসলাম । তিনি বলেন আমরা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাস করি , জলবায়ু পরিবর্তনের কারণে আমরা নানান সময়ূ নানান ধরনের দুর্যোগের সম্মুখীন হচ্ছি। এখন থেকে যদি আমরা সচেতন না হই তাহলে ভবিষ্যতে আরো বড় ক্ষতির সম্মুখীন হব। তিনি আরো বলেন ভবিষ্যতের ক্ষতি থেকে বাঁচার জন্য বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে, এবং যেসব কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে সে সকল কাজ আমাদের সকলকে এড়িয়ে চলতে হবে। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনকল্যাণ সংস্থার সহ—সভাপতি জনাব মোঃ মারুফ হাসান । কার্যকরী সদস্য প্রভাষক মুহিবুল্লাহ, ফিরোজ হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।