ঢাকাFriday , 2 September 2022
  • অন্যান্য

ফুটপাত দখল করে মাছ ও কাঁচা বাজার; জনসাধারণের দুর্ভোগ চরমে

admin
September 2, 2022 7:57 pm
Link Copied!

মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ উপজেলা প্রতিনিধি

টেকনাফ পৌরসভায় বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে অবৈধভাবে ঝুপড়ি দোকান, কাঁচা তরকারি ও মাছ বাজার বসিয়ে জনদুর্ভোগ বাড়িয়েছে। এতে নিত্যদিনই লেগেই থাকে তীব্র যানজট। পাশাপাশি দুর্ঘটনা ও ক্রমশঃ বেড়েই চলছে। সাম্প্রতিক সময়ে সড়কে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী আহত হয়।

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠ ‌থেকে সী-বীচ রোড হচ্ছে টেকনাফ পৌরশহরে চলাচলের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। এই রাস্তায় চলাচল করে বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্পের শত শত ছোট বড় গাড়ি। ফুটপাত দখল করে বাজার বসার কারনে রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।ফলে চলাচলে অনেক ঝুঁকি নিতে হয়।

এ ফুটপাতের জায়গা উদ্ধার করে পথচারী ও গাড়ি চলাচলের সুন্দর ব্যবস্থা করে দিতে টেকনাফ পৌর মেয়র ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন পৌর এলাকার সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।