ঢাকাThursday , 1 September 2022
  • অন্যান্য

ট্রেনে কাটা রোগীর পাশে দাঁড়ালেন গোমস্তাপু্রের ইউএনও

admin
September 1, 2022 7:09 pm
Link Copied!

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনে পিছলে পড়ে ডান পা কাটা রোগীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন গোমস্তাপুরের ইউএনও আসমা খাতুন। বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্ৰামের আখতারুলের বাড়িতে গিয়ে তার হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল ইসলাম শ্যামল।
উল্লেখ্য: গত ২০ জুলাই বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্ৰামের হাবিবুর রহমানের ছেলে আখতারুল রাজশাহী থেকে কমিউটার ট্রেনযোগে রহনপুর ফেরার পথে নাচোল রেলওয়ে স্টেশনে পানি পান করার জন্য নামে। পানি পান করা অবস্থায় ট্রেনটি ছেড়ে দিলে সে দৌড় দিয়ে ট্রেন ধরতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এতে করে তার ডান পা কাটা পড়ে। পরবর্তীতে তাকে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়। বর্তমানে সে বাড়িতে অবস্থান করে মানবেতর জীবনযাপন করছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় চিকিৎসা পেলো গোমস্তাপুরের শিশু আম্বিয়া

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:মাত্র ৪ মাসের শিশু আম্বিয়া। হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি) রোগে আক্রান্ত। স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে খোঁজ খবর নিয়ে তার দূরবস্থার কথা বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। সংবাদটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলমের নজরে আসলে তিনি শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্ৰহণ করেন। সেই মোতাবেক রাজধানীর শিশু হাসপাতালে আম্বিয়াকে গত ২৭ আগষ্ট ভর্তি করা হয়। গত ৩০ আগষ্ট শিশু আম্বিয়ার সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়। তাঁর চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার যেহেতু সফল হয়েছে। তাই শিশুটির সমস্ত চিকিৎসা শেষে স্বাভাবিক শিশুর মতই বেড়ে উঠবে। ৩১ আগষ্ট বুধবার রাজধানীর শিশু হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম শিশুটিকে দেখতে যান। শিশু আম্বিয়ার পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করাই শিশুটির পরিবার ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।